সিরাজগঞ্জে শত বছরের ঐতিহ্যে পালন হলো গোপিনাথপুর গোষ্ট পূজা ও মেলা

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২০; সময়: ১২:৫৪ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে শত বছরের ঐতিহ্যে পালন হলো গোপিনাথপুর গোষ্ট পূজা ও মেলা

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : শত বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গোপিনাথপুরে হিন্দু ধর্মের গোষ্ট পুজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। এজন্য সনাতন ধর্মালম্বীদের পাশাপাশি গ্রামের অন্য সম্প্রদায়ের মানুষের মাঝেও ছিল উৎসাহ উদ্দিপনা। গতকাল বিকেলে বর্নাঢ্য শোভাযাত্রা করে শ্রী কৃষ্ণের সাথে আরো বেশ কয়েকটি দেব-দেবীর মুর্তি আয়োজকরা মাথায় ও কোলে করে পুজা করার জন্য গ্রামের কালী মন্দির চত্তরে নিয়ে আসে। শুরু হয় নাচ-গানে পুজা উৎসব।

শান্তিময় বাংলাদেশ ও বিশ্ব মানবতার মঙ্গল কামনা করে হয় পুজা অর্চনা। এ উপলক্ষে অনুষ্ঠান স্থলের পাশেই বসে মেলা। এতে দোকানীরা পসরা সাজিয়ে বসেছিল মুরি-মোয়া, ঝুড়ি, জিলেপী, মিষ্টি, চুরি-মালা সহ নানা রকমের খেলনা নিয়ে। সেখানেও ছিল নানা বয়সী মানুষের ভীড়। এতে এলাকার সর্বস্তরের মানুষের পাশাপাশি ছিল এনায়েতপুর, বেলকুচি এবং শাহজাদপুর উপজেলার সনাতন ধর্মীলম্বী হাজারো মানুষ। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ছিল আশপাশের গ্রাম গুলোর মসুলমান সম্প্রদায়ের মানুষ। এ উপলক্ষে দু দিন আগে থেকে নায়রে আনা হয় ঝি-বেটিদের।

সার্বজনিন গোষ্ট পুজা ও মেলার আয়োজক কমিটির সুধীর চন্দ্র সরকার ও শ্রী সুধাংশু রায় জানান, আমরা ছোট বেলা থেকেই দেখে আসছি এ উৎসব। এখন আমরাই তার আয়োজক। ধরে রাখছি ধর্মীয় ও গ্রামের ঐতিহ্য। এতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উৎসাহে মেতেছে। ভগবানের কৃপা সবার মাঝেই ছড়িয়ে যাক এই প্রত্যাশা নিয়ে আমরা গোষ্ট পুজা অর্চনা করলাম।

  • 55
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে