ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারক গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২০; সময়: ৭:৫৩ অপরাহ্ণ |
ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা আদায়কালে মেহেদী হাসান পাপ্পু (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে সান্তাহার ঢাকা বোডিং থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেহেদী হাসান পাপ্পু সান্তাহার নতুন বাজার হাটখোলার সিদ্দিকুর রহমান ওরফে কুদ্দুসের ছেলে। এ ব্যাপারে রাতে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হোসাইনাবাদ গ্রামের চাঁদ আলির ছেলে ভাংড়ি ব্যবসায়ী মোকাদ্দেছ মালি বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, মামলার বাদি কুষ্টিয়ার হোসাইনাবাদ গ্রামের ভাংড়ি ব্যবসায়ী মোকাদ্দেছ মালি দীর্ঘদিন যাবত ভাংড়ি ব্যবসা করে আসছিল। সেই সুবাদে তিনি গত ১৮ নভেম্বর রাত ১০ টায় ট্রেনযোগে সান্তাহার স্টেশনে নেমে ঢাকা বোডিংয়ের একটি কক্ষ ভাড়া নিয়ে ব্যবসায়ীক কাজকর্ম করছিল।

পরদিন ১৯ নভেম্বর বৃহস্পতিবার ভোরে আসামী মেহেদী হাসান পাপ্পু নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বোডিং ম্যানেজারকে সাথে নিয়ে বডার বাদি মোকাদ্দেছের কক্ষে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে ১হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।

এরপর ২২ নম্বর কক্ষে প্রবেশ করে বডার ডালিমকে একই কৌশলে ভয়ভীতি প্রদর্শন করতে থাকলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ডিবি পুলিশ পরিচয় দানকারি আসামী মেহেদী হাসান পাপ্পুকে টাকাসহ গ্রেপ্তার করে। শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

  • 81
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে