খোলা আকাশের নিচে অফিস করলেন এসিল্যান্ড

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২০; সময়: ২:১১ অপরাহ্ণ |
খোলা আকাশের নিচে অফিস করলেন এসিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এম এম আশিক রেজা জমির খাজনা, খারিজ, ডিসিআর, মিসকেস সহ ভূমি সংক্রান্ত যাবতীয় কাজের সেবা মানুষের দোরগোড়ায় পৌচ্ছে দিতে এক ব্যতিক্রমী উদ্দোগ্য গ্রহণ করেন।

বৃহস্পতিবার বিকালে সরেজমিনে দেখা যায়, পৌর শহরের নাকড়গাছি কারিগরি স্কুল এন্ড কলেজ মাঠে বেঞ্চে বসে অফিস করছেন তিঁনি। ভুমি অফিসারের এমন যুগোপযোগি পদক্ষেপ গ্রহন করায় অনেকেই তাঁর প্রসংশা করেন।

সেবা নিতে আসা পৌর এলাকার রাধানগর মহল্লার শ্রী বিপুল চন্দ্র বর্মন ও শচিন চন্দ্র বর্মন নাকড়গাছি মহল্লার আবুল কাশেম মাষ্টার ও রমজান আলী বলেন, পাঁচবিবি ভূমি অফিসে জমির কাজে গেলে অনেক সময় বসে থাকতে হত আবার কোন দিন গিয়ে দেখতাম অফিসার নাই অন্য কাজে বাহিরে গিয়েছে সেই কারনে বাড়ি ফিরে আসতে হত।

তাঁরা আরও বলেন, বাড়ির কাছে এত সহজে অল্প সময়ের মধ্যেই আমাদের জমির কাজ গুলো হয়ে গেল এ জন্য স্যারকে ধন্যবাদ জানাই। এমন পদক্ষেপ যদি উপজেলার সর্বত প্রর্যায়ক্রমে চলতে থাকে তাহলে আমাদের মত অনেক মানুষ উপকার পাবে বলেও জানান তাঁরা।

স্থানীয় ওয়ার্ড কমিশনার আনিছুর রহমান বাচ্চু বলেন, আমি পৌরসভা থেকে বাড়ি ফেরার সময় কলেজ মাঠে এসিল্যান্ড মহোদয়ের এমন মহৎ উদ্দোগ দেখে খুশি হয়েছি। আমার ওয়ার্ডের সাধারন মানুষ হাতের নাগালে সহজে সেবা পাচ্ছে পক্ষান্তরে প্রধানমন্ত্রীর ডিজিটাল দেশ গড়ার স্বপ্নও বাস্তবায়ন হবে বলে মনে করেন কমিশনার বাচ্চু।

সহকারী কমিশনার (ভুমি) এম এম আশিক রেজা এ বিষয়ে বলেন, অনেক সময় সাধারন মানুষ অফিসে গিয়ে নানান কারনে হয়রানির শিকার হয়। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশেই মানুষের হয়রানি কমাতে এবং ভূমি সংক্রান্ত সকল সেবা মানুষের হাতের নাগালে পৌছে দিতেই এমন পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে তিঁনি জানান।

  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে