মান্দায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে একজন গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২০; সময়: ৪:৩৭ অপরাহ্ণ |
মান্দায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে হেলাল কাজী (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হেলাল কাজী উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়বেলালদহ গ্রামের লোকমান কাজীর ছেলে। ঘটনায় উপজেলার কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম বাদি হয়ে হেলাল কাজীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা দায়ের করেন। মামলার পর বৃহস্পতিবার তাকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার বাদি আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত হেলাল কাজী বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে দাড়ি-গোঁফ, ছবির নিচে হযরত শেখ হাসিনা লেখাসহ অন্য একজনের ছবির ওপর মুখমন্ডল স্থাপন করে বিকৃতি ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। তার আইডি থেকে পোষ্টকৃত ছবিটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়লে দলীয় নেতাকর্মিদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, এতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানীসহ দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। ঘটনায় হেলাল কাজীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা দায়ের করেছি।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত হেলাল কাজী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি পোষ্ট করার কথা স্বীকার করেছে। ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদে এ ঘটনার সঙ্গে আরো কয়েকজন জড়িত রয়েছে বলেও স্বীকারোক্তি দিয়েছে আসামি হেলাল কাজী। তার ব্যবহৃত মোবাইলফোনটি জব্দসহ তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • 30
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে