সাপাহারে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২০; সময়: ২:৪২ অপরাহ্ণ |
সাপাহারে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সাপাহার : নওগাঁ জেলার সাপাহার উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রবি মৌসুমে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা হলরুমে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।

এ সময় উপজেলা কৃষি অফিসার মজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা প্রমুখ। উপজেলা কৃষি অফিস জানায়, সাপাহার উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনার কর্মসূচীর আওতায় রবি মৌসুমে বোরো, গম, ভুট্টা, সরিষা, শীতকালীন মুগ, গ্রীষ্মকালীন মুগ, পেঁয়াজ চাষে কৃষকদের বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হচ্ছে। এবার এই উপজেলাই ৪৪০০ জন উপকারভোগী কৃষক সার ও বীজ পাবে।

  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে