ইভটিজিং করার অপরাধে কাপড় ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২০; সময়: ৭:৪৭ অপরাহ্ণ |
ইভটিজিং করার অপরাধে কাপড় ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের সলঙ্গায় ইভটিজিং এর দায়ে ০১ কাপড় ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ভ্রাম্যমান আদালতে ০৩ মাসের কারাদন্ড।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০.০০ ঘটিকায় এক জনৈক মহিলা, কাপড় ব্যবসায়ী শ্রী অনুকুল চন্দ্র (৪৯) এর দোকান থেকে কাপড় কেনার সময় ইভটিজিংয়ের শিকার হয়ে র‌্যাব-১২ এর কাছে অভিযোগ করেন।

এই অভিযোগ এর ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল এবং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (রায়গঞ্জ) মোঃ রাজিবুল আলম ঘটনাস্থলে হাজির হয়ে অভিযোগের সত্যতা প্রমান পায় এবং কাপড় ব্যবসায়ীকে আটক করে তাকে ভ্রাম্যমান আদালতে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

গ্রেফতারকৃত আসামী- শ্রী অনুকুল চন্দ্র (৪৯),পিতা- মৃত অবনী ভূষন পাল, সাং- চরকাওয়াক, থানা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জ ।

গ্রেফতারকৃত কাপড় ব্যবসায়ীর বিরুদ্ধে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় মামলা দায়ের করতŦ তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরন করা হয়েছে। এ ধরণের ইভটিজিং বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

 

  • 28
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে