নাটোরে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে ইতি

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২০; সময়: ৭:২৫ অপরাহ্ণ |
নাটোরে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে ইতি

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে সহকারী কমিশনার (ভুমি) রনি খাতুনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে ইতি খাতুন। বুধবার দুপুরে সদর উপজেলার হরিশপুর ইউনিয়নের করোটা গ্রামে অভিযান চালিয়ে এই বাল্য বিয়ে বন্ধ করেন তিনি।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) রনি খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিংড়া উপজেলার নলবাতা গ্রামের আব্দুল মান্নানের ছেলে সাইদুল ইসরামের সাথে করোটা গ্রামের মোঃ হোসেনের অপ্রাপ্তবয়স্ক মেয়ে ইতি খাতুনের বিয়ে দেয়া হচ্ছে।

এমন গোপন খবরের ভিত্তিতে করোটা গ্রামে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে উভয় পরিবারের কাছে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তারা বিয়ে দিবেননা মর্মে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করা হয়।

  • 47
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে