চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ১ হাজার ৯৬০ পিচ ইয়াবাসহ র্শীষ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২০; সময়: ৭:২২ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ১ হাজার ৯৬০ পিচ ইয়াবাসহ র্শীষ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিচজস্ব প্রতিবেদক : র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে ১ হাজার ৯৬০ পিচ ইয়াবাসহ র্শীষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার ০১ নং ওয়ার্ডের নারায়নপুর ইউনিয়ন আলীমনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৫। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্য এ তথ্য জানান র‌্যাব।

র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন ০১ নং ওয়ার্ডের নারায়নপুর ইউনিয়ন এর আলীমনগর গ্রামের জনৈক একরামুল মিয়ার বাড়ীর সামনে ০২জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র‌্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায় আনুমানিক ১৫.৩০ টার দিকে। এসময় মোঃ হোসেন আলী (২৫), পিতা-মোঃ তাইজউদ্দিন, ও মোঃ তাহেরুল ইসলাম (৩৫), পিতা-মোঃ তাইজউদ্দিন, উভয় সাং- নারায়নপুর মন্ডলপাড়া, ইউপি- নারায়নপুর, চাঁপাইনবাবগঞ্জ কে ১৯৬০ পিচ ইয়াবাসহ হাতে নাতে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছে থেকে মোবাইল সেট-০১, সীমকার্ড-০২টি এবং মেমোরীকার্ড-০১টি উদ্ধার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় ০১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

  • 76
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে