প্রধান শিক্ষককে পেটালেন চা বিক্রেতা

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২০; সময়: ৭:১১ অপরাহ্ণ |
প্রধান শিক্ষককে পেটালেন চা বিক্রেতা

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে সরকারি প্রাথকি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এলোপাতারি পেটালেন চা দোকানি। মঙ্গলবার রাতে জেলা পরিষদ ডাক বাংলোর সামনেই এই ঘটনা ঘটে।

থানার অভিযো সূত্রে জানা গেছে, ১৭ নভেম্বর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষকবৃন্দসহ বার্ষিক বনভোজন শেষে বাড়ি ফিরছিলেন খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খেলুন সরদার। পথিমধ্যে উপজেলা পরিষদের সামনে একটি চা দোকানের সামনে দাড়ালে উত্তর চকযদু গ্রামের মৃত আ. মজিদের ছেলে চা দোকানী মতিবুল ইসলামসহ ৩-৪ জন প্রধান শিক্ষক খেলুন সরদারের চোখে-মুখি কিল ঘুষি মারতে থাকে। এ সময় প্রধান শিক্ষককে হত্যার উদ্দেশ্যে তার গলা চেপে ধরে চা দোকানি মতিবুল ইসলাম। পাশেই থাকা শিক্ষকগণ ষোড়গোল শুনে ঘটনাস্থলে এগিয়ে গিয়ে প্রধান শিক্ষক খেলুন সরদারকে উদ্ধার করেন।

প্রধান শিক্ষক খেলুন সরদার বলেন, চা দোকানদারের সাথে আমার কোন শত্রুতা নেই, তার মেয়ে-জামাইয়ে বিচ্ছেদ হলে, হামলাকারীর জামাই আমার সহকর্মী হিসেবে আমার সাথে চলাফেরা করে এর বেশি কিছু আমি জানিনা। ১৮ নভেম্বর সকালে শতাধিক শিক্ষকদের সাথে নিয়ে ভুক্তভোগী প্রধান শিক্ষক ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ মো. বদিউজ্জামান বকুল বলেন, শিক্ষক সমাজের উপর হামলার আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই, হামলাকারীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী করছি।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, মানুষ গড়ার কারিগ হলেন শিক্ষক, সেই শিক্ষকের গায়ে হাত দেয়া শাস্তিযোগ্য অপরাধ, আমি লিখিত অভিযোগ পেয়েছি, প্রকৃত ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • 31
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে