নওগাঁয় ঐতিহ্যবাহী সহরায় উৎসব

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২০; সময়: ১১:১৩ পূর্বাহ্ণ |
নওগাঁয় ঐতিহ্যবাহী সহরায় উৎসব

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: নবান্ন উপলক্ষে নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী সহরায় উৎসব পালিত হয়েছে। সোমবার পত্নীতলা উপজেলার বামনকুড়ি গ্রামে আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই উৎসবের আয়োজন করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উদ্বোধন করেন বেসরকারি সংস্থা আরকোর নির্বাহী পরিচালক সজল চৌধুরী। এ সময় আদিবাসী পরিষদের নেতা নরেন পাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সহরায় উৎসবের মধ্যদিয়ে সকল মানব জাতি, ফসল, গবাদী পশু ও প্রকৃতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন আদিবাসী সম্প্রদায়।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি তুলে ধরে গ্রামেই বসানো হয় মেলা। পাশপাশি আদিবাসীদের এতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করেন নারী ও পুরুষেরা। অনুষ্ঠানে ঐ এলাকার ২০ গ্রামের সর্বস্তরের মানুষ এই উৎব উপভোগে মেতে উঠেন। উৎসবকে ঘিরে এলাকায় বসেছে গ্রামীণ মেলাও।

  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে