ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আদমদীঘিতে সমাবেশ ও বিক্ষোভ

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২০; সময়: ৮:৩২ অপরাহ্ণ |
ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আদমদীঘিতে সমাবেশ ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদের (সাঃ) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ ও ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধের দাবিতে বগুড়ার আদমদীঘি তৌহিদী জনতার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। সোমবার সকাল ১০ ঘটিকায় গোহাট প্রাঙ্গনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক বিশাল বিক্ষোভ মহাসড়ক সহ বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।

সমাবেশে বক্তব্য রাখেন আদমদীঘি ফয়জিয়া কওমি মাদ্রাসার মুহতামিম মুফতি ইব্রাহিম হোসেন, মুফতি মাহবুব, মাওলানা আল হেলাল জামালী, মুফতি রুহুল আমিন, মাওলানা ইউনুস আলী, হাফেজ সৈকত চৌধুরী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সের সকল পণ্য বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান। পাশপাশি ফ্রান্সের প্রধানমন্ত্রীর দেওয়া ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

  • 26
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে