নওগাঁয় বিজিবির উদ্ধারকৃত ১১টি কষ্টি পাথরের মূর্তি জাদুঘরে হস্তান্তর

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২০; সময়: ১২:০৫ অপরাহ্ণ |
নওগাঁয় বিজিবির উদ্ধারকৃত ১১টি কষ্টি পাথরের মূর্তি জাদুঘরে হস্তান্তর

জেষ্ঠ প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ সীমান্তে উদ্ধারকৃত ১১ টি কষ্টি পাথরের মূর্তি জাদুঘরে হস্তান্তর করেছে ১৬ বিজিবি। ২০১৯ ও ২০২০ সালের বিভিন্ন সময়ে টাস্কফোর্স ও বিশেষ অভিযান পরিচালনা করে মুল্যবান মূর্তিগুলো উদ্ধার করেছিলো বিজিবি।

রোববার বিকেলে নওগাঁ সীমান্ত পাবলিক স্কুলে মূর্তি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবি রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বিপিএম জি। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

পাহাড়পুর প্রতœতাত্বিক জাদুঘরে সংরক্ষনের জন্য রাজশাহী প্রতœতত্ব বিভাগের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানার কাছে মূর্তিগুলো হস্তান্তর করেন প্রধান অতিথি। এসময় ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম আরিফুল ইসলাম পিএসসি, উপ অধিনায়ক এটিএম আহসান হাবীব, পাহাড়পুর যাদু ঘরের কাস্টডিয়ান ফজলুল করিম আরজুসহ গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

বিজিবি কর্মকর্তারা জানান, হস্তান্তরকৃত মুর্তিগুলোর ওজন ২৭০ কেজি। যার আনুমানিক মূল্যে ২ কোটি ৬ লাখ ৫৯ হাজার টাকা।

কিছু চোরাকারবারি অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য দুর্লভ কষ্টি পাথর ও প্রতœতাত্বিক মান সম্পন্ন মুর্তিগুলো পার্শ্ববর্তী দেশে পাচার করে থাকে। এ ধরনের পাচার রোধে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি করে আসছে।

এরই ধারাবাহিকতায় নওগাঁ ১৬ বিজিবি বিভিন্ন সময় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মুল্যবান কষ্টি পাথরের এবং প্রতœতাত্বিক মান সম্পন্ন মুর্তি উদ্ধার করে।

  • 32
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে