মান্দায় ভূমিহীনদের বসতবাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২০; সময়: ৬:৩৮ অপরাহ্ণ |
মান্দায় ভূমিহীনদের বসতবাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, মান্দা : মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের জন্য নওগাঁর মান্দায় গৃহনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর গ্রামে এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মৈনম ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আলী রাজা, মান্দা থানার উপপরিদর্শক নজরুল ইসলাম ও হাবিবুর রহমানসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম বলেন, মুজিববর্ষের উপহার হিসেবে প্রথম দফায় আগামি জানুয়ারি মাসে দুই রুম বিশিষ্ট সেমি-পাকা বাড়ি পাচ্ছেন মান্দা উপজেলার ৫০ টি গৃহহীন পরিবার।

ইউএনও আরও বলেন, এসব বসতবাড়িতে ‘দুটো রুম, একটা রান্নাঘর ও রুমের পেছনে থাকবে টয়লেট। এছাড়া টয়লেট ও রান্নাঘরের মাঝামাঝি জায়গায় একটা কমন স্পেস ও সামনের দিকে বারান্দা থাকবে। বাড়ির ফ্লোর ও মেঝে পাকাসহ উপরে থাকবে রঙিন ঢেউটিন। প্রত্যেক বাড়ি নির্মাণে ব্যয় হবে ১ লাখ ৭১ হাজার টাকা।

  • 72
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে