নওগাঁয় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২০; সময়: ৬:১৪ অপরাহ্ণ |
নওগাঁয় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

জেষ্ঠ প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় ২০২০ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার দুপুরে শহরের শহরের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ছলিম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টির সভাপতি ও ইথেন এন্টারপ্রাইজের স্বত্তকাধিকারী ইকবাল শাহরিয়ার রাসেল, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, চেম্বারের পরিচালক মীর জাহিদুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী, মধুমতি ব্যাংকের নওগাঁ শাখার ব্যবস্থাপনা পরিচালক এনামুল হকসহ কয়েখ জন অভিভাবক ও শিক্ষার্থী।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন অতিথি ও আয়োজকরা। এছাড়া জেলায় শীর্ষ স্থান অবস্থানকারী তিন শিক্ষার্থীকে ল্যাপটপ ও তাদের অভিভাবকদের উপহার প্রদান করা হয়।

নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টির সভাপতি ও ইথেন এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল শাহরিয়ার রাসেল নিজস্ব উদ্যোগে এই সংবর্দনার আয়োজন করেন। শিক্ষিত ও মেধাবী জাতি গঠন, পড়া লেখায় শিক্ষার্থীদেরকে আগ্রহী করে তুলতে তিনি ২০১৪ সাল থেকে এই আয়োজন করে আসছেন।

প্রতি বছর এসএসসি ও এইচএসসিসহ বিভিন্ন জাতীয় পরীক্ষায় উত্তীর্ণ নওগাঁর সকল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছেন তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে