এনায়েতপুরে আ.লীগের বর্ধিত সভায় অনুপ্রবেশকারীদের রুখতে ঐক্যমত

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২০; সময়: ৬:১৩ অপরাহ্ণ |
এনায়েতপুরে আ.লীগের বর্ধিত সভায় অনুপ্রবেশকারীদের রুখতে ঐক্যমত

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : তৃনমুলে নতুন কমিটি গঠন করে দলকে আরো উজ্জিবিত করতে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় খানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সিরাজগঞ্জ-২ আসনের এমপি হাবীবে মিল্লাত মুন্না, স্থানীয় এমপি আব্দুল মমিন মন্ডল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, কেএম হোসেন আলী হাসান, এ্যাড. বিমল কুমার দাস, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাড. আব্দুল খালেক, থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আজগার আলী মাষ্টার, প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় স্থানীয় বেশ কয়েকজন নেতা তাদের বক্তব্যে এমপি মমিন মন্ডলকে একক ভাবে স্বেচ্ছাচারিতা, দলীয় নেতা-কর্মীদের অবমুল্যায়ন ও উন্নয়নে যথাযথ ভুমিকা না রাখার জন্য দায়ী করেন।

এরপর সিনিয়র নেতারা বক্তব্যে বলেন, আওয়ামীলীগকে সুসংগঠিত করতে সকল ভেদাভেদ দুর করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নিবেদিতদের মর্যাদার আসনে বসাতে হবে। কোন ভাবেই জামাত-বিএনপি তথা অনুপ্রবেশ কারীদের দলে ভীড়তে দেয়া হবেনা। নতুন করে আগুন সন্ত্রাসে মেতেছে জামাত-বিএনপি দোষর। এজন্য সবাইকে হতে হবে সজাগ। উন্নয়নে অগ্রগামী সোনার বাংলায় সন্ত্রাসী-জঙ্গীদের বরদাস্ত করা হবেনা।

  • 116
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে