সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধা নারী নিহত

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২০; সময়: ৮:০৪ অপরাহ্ণ |
সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধা নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ছোট ভাইয়ের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাছুদা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে সান্তাহার-নওগাঁ সীমান্তের ঢাকা রোড নামক স্থানে এই মর্মন্তিক দূর্ঘটনা ঘটে। পথচারিরা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও হেলপারকে আটক করতে পারেন নি। নিহত মাসুদা নওগাঁর বদলগাছীর ভান্ডারপুর গ্রামের মৃত মতিয়ার রহমানের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিকট আত্মীয়ের মৃত্যুর খবর শুনে নিহত মাসুদা তার ছোট ভাই আক্তারুজ্জামানকে সাথে নিয়ে বদলগাছী থেকে তিলকপুর হয়ে নওগাঁ তাজের মোড় এলাকায় যাওয়ার জন্য একটি অটোযোগে ঢাকা রোড চার মাথায় আসেন। সেখানে গাড়ি থেকে নেমে তার ভাই রাস্তা পার হওয়ার পর তার পিছনে তিনিও পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতিতে আসা (ঢাকা মেট্রো-ট ১৪-৩৮৩২) নাম্বারের একটি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘাতক ট্রাকটি থানায় নিয়ে যায়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান জানান, ঘটনাটি সান্তাহার ঢাকা রোড নামক স্থানে হলেও নওগাঁ সীমানায় তার মৃত্যু হওয়ায় বিষয়টি নওগাঁ সদর থানা পুলিশ দেখবেন। নওগাঁ সদর মডেল থানার ওসি সরোয়ারর্দী হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি হস্তান্তর করা হয়েছে। এঘটনায় কোনো মামলা দায়ের হয়নি তবে ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

 

  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে