জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর কার্যালয় ভবনের বেহাল দশা

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২০; সময়: ৭:৪০ অপরাহ্ণ |
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর কার্যালয় ভবনের বেহাল দশা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : পল্লী ও শহরাঞ্চলের সকল জনগণের জন্য নিরাপদ সুপেয় পানি সরবরাহ ও স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজ। বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সেই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর কার্যালয় ভবনের নিজের স্বাস্থ্যই ঠিক নাই। দেয়ালে অসংখ্য ফাটল ধরেছে।

বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এখানকার কর্মকর্তা-কর্মচারীরা। নন্দীগ্রাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর কার্যালয়ের এমনি জীর্ণ দশা।

নন্দীগ্রাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানাযায়, জনস্বাস্থ্যা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর কার্যালয় তিন কক্ষ বিশিষ্ঠ একতলা ভবনটি ১৯৯০ সালে নির্মিত হয়েছে। এরপর ভবনটিতে কোনো সংস্কার করা হয়েছে কি না তা জানানাই বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের।

সম্প্রতি কার্যালয়টিতে গিয়ে দেখা যায়, এখন সামান্য বৃষ্টি হলেই ওই ভবনের ছাদ চুইয়ে কক্ষগুলোতে পানি পড়ে। ভবনে বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা গেছে। ভবন কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়েছে। ভবনের পিলারগুলোর অবস্থাও একই। ওই একতলা ভবনের তিনটি কক্ষই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী নাজমুল হোসেইন বলেন, ইতিমধ্যে ভবন সংস্কারের জন্য উপজেলা মাসিক সমন্বয় সভাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারপরও কোনো কাজ হচ্ছে না। ফলে ঝুঁকিপূর্ণ ভবনেই অফিসের কার্যক্রম চালাতে হচ্ছে।

এ ব্যপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বলেন, নন্দীগ্রাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর কার্যালয় ভবনের অবস্থা খুব লাজুক। এটি পরিত্যাক্ত ঘোষনা করে তা অপসারনের জন্য জেলাতে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে