শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে তৃণমুলে প্রথম ক্যান্সার চিকিৎসা

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২০; সময়: ২:৩৪ অপরাহ্ণ |
শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে তৃণমুলে প্রথম ক্যান্সার চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ প্রতিনিধি: তৃণমুলে প্রথম বারের মত স্বল্প খরচে দরিদ্র অসহায়দের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। জটিল ক্যান্সার চিকিৎসা রোগের চিকিৎসা শুরু হয়েছে।
এর মধ্যে দুজন রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ্য করে এলাকা জুড়ে বেশ আলোচনায় এসেছে সরকারী এই প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক ক্যান্সার গবেষনা কেন্দ্র শাহজাদপুর সেন্টারের আয়োজনে সকাল ১০টায় উপজেলা হলরুমে এক সংবাদ সম্মেলনে করা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা আমিনুল ইসলাম এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন,‘এখন থেকে শাহজাদপুরেই হবে ক্যান্সারের চিকিৎসা। আমি ইতিমধ্যে শাহজাদপুরে দুইজন ক্যান্সার রোগীর চিকিৎসা করেছি। এখানে ক্যান্সারের চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হবে।
যেখানে রোগীদের চিকিৎসা করা হবে সামান্য টাকায়। এ সময় তিনি তার কাছে চিকিৎসায় সুস্থ্য হওয়া ২ জন রোগীর সাথে পরিচয় করিয়ে দিয়ে শাহজাদপুরে ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের ব্যাপারে সবার সহযোগীতা চান।

সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ শামসুজ্জোহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ নাজনিন মমতাজ সহ স্থানীয় সংবাদকর্মীবন্দ উপস্থিত ছিলেন।

 

  • 38
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে