অটোরিকশা দেখে চোর শনাক্ত করল টহল পুলিশ

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২০; সময়: ৮:৫১ অপরাহ্ণ |
অটোরিকশা দেখে চোর শনাক্ত করল টহল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার সান্তাহারে চাতালের সামনে চার্জার চালিত অটোরিকশা রেখে চুরি করতে ঢুকে টহল পুলিশের হাতে ধরা খেয়েছেন বিপ্লব হোসেন মিন্টু (৩০) নামের এক যুবক। মিন্টু সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর সিদ্দিকের ছেলে। বৃহস্পতিবার দুপুরে থানায় তার বিরুদ্ধে চুরি সংক্রান্ত একটি মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সান্তাহার পৌর এলাকার খাঁড়ির ব্রিজ এলাকায় সুইটি রাইস মিল নামের একটি চাতালের সামনে চোরেরা একটি অটোরিকশা রেখে মিলের তালা খুলে চুরির উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ওই অটোরিকশা দেখে রাত্রীকালিন টহলরত ফাঁড়ি পুলিশের সন্দেহ হয়। এসময় চোরেরা চাতালের বেশ কিছু সরঞ্জাম নিয়ে বেরিয়ে আসার সময় বিপ্লব হোসেন মিন্টুকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান জানান, রাইস মিলটি রাস্তা সংলগ্ন হওয়ায় ও গেটে অটোরিকশাটি রাখায় চোর শনাক্ত করা সম্ভব হয়। গ্রেপ্তারকৃত মিন্টুর বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। চুরির সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

  • 71
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে