পাবনায় ৩ দফা দাবিতে আদালতের কর্মচারীদের স্মারকলিপি প্রদান

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২০; সময়: ৭:৪৪ অপরাহ্ণ |
পাবনায় ৩ দফা দাবিতে আদালতের কর্মচারীদের স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনায় আদালতের কর্মচারীরা ৩ দফা দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক কবীর মাহমুদের হাতে এ স্মারকলিপি প্রদান করেন।

এ সময় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন পাবনা জেলা শাখার সভাপতি জেলা জজ আদালতের সেরেস্তাদার মো: আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল পেশকার রেজাউল করিম, নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, সাইদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আদালতের কর্মচারীদের দাবীগুলো হলো- অধস্তন আদালতের কর্মচারীদেরকে বিচার বিভাগীয় কর্মচারী হিসাবে গণ্য করতঃ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান। সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক হাইকোর্ট বিভাগ ও মন্ত্রণালয়ের ন্যায় যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতি ০৫ বৎসর অন্তর অন্তর পদোন্নতি/উচ্চতর গ্রেড প্রদানের ব্যবস্থা করা এবং অধস্তন সকল আদালতের কর্মচারীদের নিয়োগ বিধি সংশোধন করতঃ এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন।

  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে