শিবগঞ্জে মাতৃকেন্দ্রের সম্পাদিকাদের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২০; সময়: ৭:১৯ অপরাহ্ণ |
শিবগঞ্জে মাতৃকেন্দ্রের সম্পাদিকাদের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাতৃকেন্দ্রের সম্পাদিকাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোসা. উম্মে কুলসুম।

এ সময় সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় মোট ২৫ জন সম্পাদিকা অংশগ্রহণ করেন। বক্তারা নারীদের আয়বর্ধক হিসেবে নিজে গড়ে তোলার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানান। এছাড়া সদস্যদের মাঝে ঋণ প্রদান ও ক্ষুদ্র পুঁজির মাধ্যমে কিভাবে নিজেকে স্বাবলম্বী করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে