তাড়াশে ঐতিহাসিক নওগাঁ দিবস পালিত

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২০; সময়: ৬:১১ অপরাহ্ণ |
তাড়াশে ঐতিহাসিক নওগাঁ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশে ঐতিহাসিক নওগাঁ দিবস পালিন করা হয়েছে। নওগাঁ দিবস উপলক্ষে বুধবার সকালে তাড়াশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডর আয়োজনে ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আরশেদুল ইসলামের সভাপতিত্বে এ দিবসটি পালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশ ডাঙ্গা যুব শিবিরের সহ-সর্বাধিনায়ক সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী ম.ম আমজাদ হোসেন মিলন। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ জাতীয় নেতাদের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র‌্যালী ও নওগাঁ জিন্দানী ডিগ্রী কলেজ মাঠে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯৭১ সালের এই দিনে পাকিস্থানী হানাদার বাহিনীর সাথে ৭১ র যুদ্ধকালীন সংগঠন পলাশ ডাঙ্গা যুব শিবিরের বীর মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধে পাক বাহিনীর শোচনীয় পরাজয় ঘটে । এই দিনে ১শ ৩০জন পাকিস্তানী হানাদার বাহিনীর সদস্য মারা যায় । এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ মুক্তিযোদ্ধাদের হস্তগত হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে