চাঁপাইনবাবগঞ্জে র‌্যবের ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২০; সময়: ৯:০১ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে র‌্যবের ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার ঝাউকোনা এলাকার জাহিদ বেকারী এবং সালাম বেকারীকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুুত ও খাদ্যের মেয়াদ উত্তীর্ন এবং ট্রেড লাইসেন্স না থাকার কারনে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। গনমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-৫।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ০৯ নভেম্বর বেলা ১৩:৩০ ঘটিকা হতে ১৫:৩০ ঘটিকা পর্যন্ত সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ রাজশাহীর একটি আভিযানিক দল এবং মোঃ মশিউর রহমান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ উপস্থিতিত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটের ঝাউকোনা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এসময় জাহিদ বেকারী এবং সালাম বেকারীকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুুত, খাদ্যের মেয়াদ উত্তীর্ন, এবং ট্রেড লাইসেন্স না থাকার কারনে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ধারায় মোট ০২ জন জাহিদ (৪০), পিতা-মৃত মজিবুর রহমান, সাং-গৌপিনাথপুর, ও মোঃ সালাম (২৭), পিতা-মোঃ আঃ সালাম, সাং-খলিসাকুড়ী, উভয় থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জ কে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত ১নং আসামীকে ৪০,০০০/- টাকা জরিমানা ও অনাদায়ে আরও ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২নং আসামীকে ১০,০০০/- টাকা জরিমানা ও অনাদায়ে আরও ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ঘটনাস্থলে ধৃত আসামীদ্বয়ের নিকট হতে (১) হাফ কেক-২৭০ (দুইশত সত্তর) পিচ, (২) ব্রেড-৩১০ (তিনশত দশ পিচ), (৩) হলুদ কালারের রং-৪০০ (চারশত) গ্রাম, (৪) নীল কালারের রং- ৫০০ (পাঁচশত) গ্রাম, (৫) ডালডা-২.৫ (দুই দশমিক পাঁচ) কেজি, (৬) স্যাগারিন-৪৫০ (চারশত) গ্রাম, (৭) টোষ্ট বিস্কুট-২৫ (পঁচিশ) কেজি, (৮) বড় সাইজ কেক-৫ (পাঁচ) কেজি উদ্ধার করা হয়। যা ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলে ধ্বংস করা হয় এবং জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা করা হয়।

  • 48
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে