নিয়ামতপুরে ৪০ দিনের কর্মসূচীর উদ্বোধন

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২০; সময়: ১২:৪৩ অপরাহ্ণ |
নিয়ামতপুরে ৪০ দিনের কর্মসূচীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২০২০-২০২১ অর্থ বছরের অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) ১ম পর্যায়ের ৪০ দিনের কর্মসূচীর উদ্বোধন করা হয়। সোমবার সকাল ১০টায় উপজেলার পাড়ইল ইউনিয়নের ঐতিহ্যবাহী বেলগাপুর হাটে মাটি ভরাটের মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। ৪০দিন কর্মসূচীর সার্বিক দিক তুলে ধরেন উপজেলা প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, পাড়ইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইবনু সাব্বির আহমেদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, অত্র ইউপি সদস্য পরিমল চন্দ্র বর্মন, রেজাউল করিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তি।

বেলগাপুর হাটের পূর্ব অংশ মাটি ভরাট ও হিন্দুরবাঐল প্রস্তাবিত ব্রীজের রাস্তা নির্মাণ প্রকল্পে ৪২ জন দিনমজুরে ব্যয় ধরা হয়ে ৩ লক্ষ ৩৬ হাজার টাকা। প্রকল্পের সভাপতি রেজাউল ইসলাম। উদ্বোধন শেষে বেগলাপুর উচ্চ বিদ্যালয়ের নির্মানাধীন ভবন পরিদর্শন এবং মাসনা রাস্তায় তাল গাছের বীজ রোপনের উদ্বোধন করেন।

  • 38
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে