চরতারাপুরে নৌকাডুবির ৯ দিন পর নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত: নভেম্বর ১, ২০২০; সময়: ১২:০৯ পূর্বাহ্ণ |
চরতারাপুরে নৌকাডুবির ৯ দিন পর নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পদ্মা নদীতে স্থানীয় চর থেকে কাজ করে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আব্দুস শুকুরের (৪৮) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে পাবনা সদর উপজেলা ও আতাইকুলা থানাধীন সাদুল্লাপুর ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের মৃত দবির খাঁর ছেলে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে স্থানীয় লোকজন সুজানগর উপজেলা ও চরতারাপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার পদ্মা নদী থেকে এ মরদেহ উদ্ধার করে। চরতারাপুর ইউপি চেয়ারম্যান রবিউল হক টুটুল এ তথ্য নিশ্চিত করে করেছেন। এর আগে গত (২১ অক্টোবর) বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে চরতারাপুর ইউনিয়নের বাহিরচর গোরস্থান সংলগ্ন পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে।

জানা যায়, ৫০-৬০ জন যাত্রী নিয়ে চর থেকে নৌকাটি কোলচুরী আসার সময় এ ঘটনা ঘটে। এ সময় অন্যান্য যাত্রীরা সাঁতরে ও উদ্ধারকারীদের মাধ্যমে পাড়ে আসতে পারলেও আব্দুস শুকুর কে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। ঘটনার পর রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ২ দিন ধরে উদ্ধার অভিযান পরিচালনা করলেও মরদেহ উদ্ধার না করেই উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করে চলে যায়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে