শিবগঞ্জে ভারতীয় ৮৩টি চোরাই মোবাইল জব্দ, দুজনের অর্থদন্ড

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২০; সময়: ১১:৫৫ অপরাহ্ণ |
শিবগঞ্জে ভারতীয় ৮৩টি চোরাই মোবাইল জব্দ, দুজনের অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও কানসাট বাজারে অভিযান চালিয়ে ভারতীয় ৮৩টি চোরাই স্মার্ট মোবাইল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে দুই মোবাইল ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত হচ্ছে, শিবগঞ্জ পৌর এলাকার দৌলতপুর মোল্লাটোলা মহল্লার আবদুল হান্নানের ছেলে আবদুর রাজিব সনি ও দৌলতপুর মহল্লার দুরুল হোদার ছেলে মনিরুল ইসলাম। শনিবার দুপুরে অভিযান চালিয়ে চোরাই স্মার্ট মোবাইলগুলো জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব আল-রাব্বি। তিনি জানান, দুপুর ১২টার দিকে বিজিবির সহযোগিতায় শিবগঞ্জ ও কানসাট বাজারের বিভিন্ন মোবাইলের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চোরাই পথে আসা ৮৩টি মোবাইল জব্দ করা হয়।

এ সময় দুই মোবাইল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জব্দকৃত মোবাইলগুলো ধ্বংস করা হবে বলে জানান ভ্রাম্যমান আদালতের বিচারক সাকিব আল-রাব্বি।

  • 54
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে