ফ্রান্সে মহানবী (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে পোরশায় বিক্ষোভ

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২০; সময়: ৩:২২ অপরাহ্ণ |
ফ্রান্সে মহানবী (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে পোরশায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, পোরশা: ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সঃ) এর অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নওগাঁর পোরশায় র‌্যালি ও সমাবেশ করেছে স্থানীয় মুসল্লীগণ। শুক্রবার জু’মার নামাজের পর স্থানীয় ইমাম-ওলামা তৌহিদি জনতার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল পোরশা কেন্দ্রিয় র্মাকাজ মসজিদ থেকে বের হয়ে সুতরইল মোড়ে গিয়ে শেষ হয়।

পরে একই স্থানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ফ্রান্সের উৎপাদিত বিভিন্ন পণ্য বর্জনের ঘোষনা দিয়ে বক্তব্য রাখেন পোরশা জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়া মাদ্রাসার সাইখুল হাদিস মাও: আব্দুল্লাহ্ শাহ্ চৌধুরী, সোমনগর দেউপুরা মাদরাসার মুহতামিম মাও: আব্দুল হক শাহ্, দারুন নাঈম মাদ্রাসার পরিচালক মাও: ফজলুল হক শাহ্ চৌধুরী, মুহতামিম মাও: তরিকুল ইসলাম শাহ্ ও মেখল মাদ্রাসার পরিচালক মাও: ফয়জুল্লাহ্ শাহ্।

এসময় উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি তৈয়ব শাহ্ চৌধুরী, সম্পাদক নজরুল ইসলাম, জোনায়দুর রহমান শাহ্ , মাও: শিবলী নোমান শাহ্ ও মাও: হাফিজুর রহমান সহ কয়েক হাজার মুসল্লী উপস্থিত ছিলেন। পরে বিক্ষোভকারীরা ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপত্তলিকা দাহ করেন।

  • 25
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে