মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নন্দীগ্রামে বিক্ষোভ

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২০; সময়: ১১:০১ অপরাহ্ণ |
মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নন্দীগ্রামে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নন্দীগ্রাম পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এরপর স্থানীয় বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাও. ইদ্রিস আলী সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সহ-সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, নন্দীগ্রাম পৌর শাখার সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি আব্দুর রউফ রাজু, সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাবু, মাও. আবু তালহা, মাও. কুতুব উদ্দিন, মুফতি মুস্তাকিম বিল্লাহ, মাও. মামুনুর রশিদ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি রাজিকুল হাসান রিমন প্রমুখ।

বক্তারা মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ জানিয়ে ফ্রন্সের সকল পণ্য বর্জন করার দাবি জানায়। পরে ফ্রান্সের পতাকায় আগুন দেওয়া হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে