নওগাঁয় মহাদেবপুরে টাকার বিনিময়ে ভিজিডি কার্ড বিতরণ

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২০; সময়: ৪:৪৭ অপরাহ্ণ |
নওগাঁয় মহাদেবপুরে টাকার বিনিময়ে ভিজিডি কার্ড বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁয় মহাদেবপুরে টাকার বিণিময়ে ভিজিডি কার্ড বিতরণের অভিযোগ উঠেছে। অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ নারীদের মাঝে বিনামূল্যে কার্ড বিতরণের কথা থাকলেও প্রতি কার্ডের বিপরীতে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। সরকার কর্তৃক এসব হতদরিদ্র নারীদের ২ বছরের জন্য প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণের তালিকা তৈরি করা হচ্ছে।

জানা যায়, উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের সচিব মোঃ জামিল হোসেন প্রতিটি ভিজিডি কার্ডের জন্য এসব নারীদের কাছ থেকে জোরপূর্বক ৬০ টাকা করে আদায় করছে। এছাড়াও বিত্তবান ও স্বচ্ছল লোকজনদের নিকট থেকে অতিরিক্ত টাকা নিয়ে এ তালিকায় তাদের নাম অন্তর্ভূক্ত করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তরগ্রাম ইউনিয়নে ২১৮টি ভিজিডি কার্ড বরাদ্দ দেয়া হয়। তালিকা প্রস্তুতকারী ইউনিয়ন পরিষদ সচিব ও মেম্বারদের টাকা দিতে না পারায় অসহায় হতদরিদ্রদের নাম অন্তর্ভূক্ত করা হচ্ছে না। ভূক্তভোগী এমন বেশ কয়েকজন নারী অভিযোগ করেন যে, সরকার বিনামূল্যে ভিজিডি কার্ড বিতরণের কথা থাকলেও তারা টাকা ছাড়া কোনো কাগজ জমা নিচ্ছেন না।

এ ব্যাপারে ইউপি সচিব মোঃ জামিল হোসেন জানান, চেয়ারম্যানের নির্দেশক্রমে তিনি এ টাকা নিচ্ছেন।

টাকা নেওয়ার অভিযোগের ব্যাপারে উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ আবিদ হোসেন সরকার টাকা নেওয়ার কথা স্বীকার করে মোবাইলে জানান, পরিষদের সদস্যদের সবার সাথে আলোচনা করে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েই এ টাকা নেয়া হচ্ছে। সেখানে বীর মুক্তিযোদ্ধা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউজ্জামান বদি উপস্থিত ছিলেন এবং টাকা নেয়ার ব্যাপারে মত দিয়েছেন।

  • 96
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে