শিবগঞ্জে মাদক-দুর্নীতিবিরোধী র‌্যালি-মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২০; সময়: ৪:২৭ অপরাহ্ণ |
শিবগঞ্জে মাদক-দুর্নীতিবিরোধী র‌্যালি-মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক ও দুর্নীতিবিরোধী সচেতনতামূলক র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শিবগঞ্জ উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে মাদক ও দুর্নীতিবিরোধী শান্তি কমিটি গঠন, সস্প্রতি সরকারী স্থাপনা উপজেলা পরিষদ চত্বর ভাঙচুর ও হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং পিছিয়ে পড়া শিবগঞ্জ উপজেলাকে আঞ্চলিক উন্নয়নের স্বার্থে ভেঙ্গে দুটি উপজেলা গঠন, নৌ পুলিশিংসহ তিনটি গুরুত্বপূর্ন স্থানে পুলিশ ফাঁড়ি স্থাপনের জোর দাবি জানান বক্তারা। এর আগে কর্মসূচির উদ্বোধন করেন সংস্থাটির জেলা সভাপতি ডা. শফিকুল ইসলাম।

সংস্থার রাজশাহী বিভাগীয় প্রতিনিধি-জেলা সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী আবদুল জাব্বার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম, অধ্যক্ষ জোব্দুল হক, মুক্তিযোদ্ধা ডা. আল মুতাসিম বিল্লাহ, বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবির উদ্দিন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার খাইরুল ইসলাম, হরেন্দ্রনাথ প্রামানিক, অধ্যাপক শফিকুর ইসলামসহ অন্যরা। কর্মসূচিটি পরিচালনা করেন জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা। মানববন্ধন শেষে একটি র‌্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে গিয়ে শেষ হয়।

  • 58
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে