নন্দীগ্রামে করোনা থেকে মুক্তি পেতে দুর্গা মন্ডপে বিশেষ প্রার্থনা

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২০; সময়: ৩:৩৫ অপরাহ্ণ |
নন্দীগ্রামে করোনা থেকে মুক্তি পেতে দুর্গা মন্ডপে বিশেষ প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বৃহস্পতিবার ২২ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে। সোমবার বিজয়া দশমীর মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় এই উৎসব শেষ হচ্ছে। এবার উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নে মোট ৪৩টি দুর্গাপূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

নন্দীগ্রাম কলেজপাড়া সার্বজনীন দুর্গা মন্ডপে সকাল ১০টায় দশমী পূজা শেষে করোনা ভাইরাস থেকে পরিত্রাণের লক্ষ্যে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এতে ভক্তরা মা দুর্গতিনাশিনী কাছে সারাবিশ্বের মানুষ যেন প্রাণঘাতী এই মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি পায় সেই প্রার্থনা করে। এছারা পূজামন্ডপে ভক্তদের মাঝে মাস্ক ও স্যানিটাইজেশন বিতরণ করা হচ্ছে।

নন্দীগ্রাম কলেজ পাড়া সার্বজনীন পূজা উদযাপনের সভাপতি তীর্থ শর্লীল রুদ্র বলেন, করোনা ও অসময়ের বৃষ্টিপাতে এবারের দুর্গা পূজায় ভক্তদের আগমন কিছুটা কম। আমাদের মন্ডপে সকল ভক্তদের জন্য মাস্ক ব্যবহার ও স্যানিটাইজেশনের ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে।

সাধারণ সম্পাদক বিমান কুমার জানান, করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য আমরা মায়ের কাছে প্রার্থনা করেছি। আশাকরি মা আমাদের সকলের মঙ্গল করবে।

  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে