ধামইরহাটে দূর্গাপুজায় পুলিশের টহল, পরিদর্শনে রাজনৈতিক নেতারা

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২০; সময়: ৯:৩৩ অপরাহ্ণ |
ধামইরহাটে দূর্গাপুজায় পুলিশের টহল, পরিদর্শনে রাজনৈতিক নেতারা

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে করোনার প্রভাব পড়েছে শারদীয় দুর্গোৎসবে। অনেকটা বাজ-বাজনা বিহীন দূর্গাপুজার মন্ডপগুলো ছিল অনেকটাই নিরব-নিথর।

তবে সুষ্ঠু ভাবে পূজা উদযাপন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ব্যাপক ভুমিকা পালন করে যাচ্ছে। ২৫ অক্টোবর সন্ধ্যা ৭ টায় পৌর সদরের ধামইরহাট কেন্দ্রীয় শিবমন্দির সার্বজনিন দূর্গোৎসব ও বারোয়ারী মন্দির পরিদর্শণ যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম।

এ সময় ধামইরহাট থানার ওসি আবদুল মমিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, পৌর বিট পুলিশের বিট কর্মকর্তা এস.আই মহসীন আলী, পূজা উদযাপন পরিষদের সম্পাদক রামজনম রবিদাস, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবুমুছা স্বপন, প্রেস ক্লাবের সহ-সভাপতি পাস্কায়েল হেমরম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহেল বাকী, দপ্তর সম্পাদক সাংবাদিক তাওসিফ ইসলাম আলামিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ পরিদর্শণে গিয়েছিলেন।

  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে