নওগাঁ জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে রাজশাহী রেঞ্জ ডিআইজি

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২০; সময়: ৬:১৪ অপরাহ্ণ |
নওগাঁ জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে রাজশাহী রেঞ্জ ডিআইজি

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় আজ শনিবার সকালে মন্ডপে মন্ডপে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবের অষ্টমীর কুমারী পূজা। সকালে পুজা মন্ডপগুলোর দূর্গা দেবীকে পূজার অর্ঘ দিয়ে শুরু হয় অষ্টমীর কুমারী পূঁজার নানান আয়োজন।

তবে এবার স্বাস্থ্যবিধি মেনে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রেখে করোনা মহামারীর কারণে উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে শুধুমাত্র সাত্ত্বিক ভাবেই অনুষ্ঠিত হচ্ছে। পুজা শুরুর সাথে সাথে মন্ডপে মন্ডপে বেজে উঠে ঢাকের বাজন। অষ্টমীর কুমারী পূজায় পূজারি হিন্দু সম্প্রদায়ের কুমারী সহ সকল বয়সের মানুষের ভীড় লক্ষ্য করা গেছে। নওগাঁয় এ বছর ৭৪৬ টি পূজা মন্ডপে শারদীয় পূজা অনুষ্ঠিত হচ্ছে।

অপরদিকে, ২৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নওগাঁ জেলার শিববিগ্রহ কালী মন্দির, রী শ্রী শ্রী বুড়াকালী মাতার পূজামন্ডপ ও পার-নওগাঁ বারোয়ারী পূজামন্ডপ পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, বাংলাদেশ পুলিশ।

তিনি এসময় পূজা উদযাপন কমিটি ও পুণ্যার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার নওগাঁসহ নওগাঁ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে