ইলিশ ধরার দায়ে সিরাজগঞ্জে ৩০ জেলের কারাদন্ড

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২০; সময়: ৪:৪৭ অপরাহ্ণ |
ইলিশ ধরার দায়ে সিরাজগঞ্জে ৩০ জেলের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় নদীতে মা ইলিশ ধরায় সিরাজগঞ্জের চৌহালীতে ১২ জেলেকে এক বছর ও বেলকুচিতে ১৮ জেলেকে ১৪ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন ও বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার আনিসুর রহমান এই কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তদের মধ্যে ১২ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো, ইউসুব আলী,রাজু, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, মাসুদ, আশরাফুল ইসলাম, সওদাগর, হযরত আলী, আরশাদ আলী, আলী হাসান, আব্দুল আলীম,আব্দুল আওয়াল। এরা সবাই চৌহালী উপজেলার বাসিন্দা।

চৌহালী উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম জানান, বুধবার রাতভর যমুনা নদীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। চৌহালী উপজেলার অংশে অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করা হয়। পরে আটককৃতদের প্রত্যেককে এক বছর করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। অভিযানে ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০
কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় এবং মাছগুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রসায় বিতরন করা হয়েছে।

অপর দিকে, বেলকুচিতে যমুনা নদীতে অভিযান চালিয়ে ১২ জেলেকে আটকের পর প্রত্যককে ১৪ দিন করে কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। অভিযানে ৮ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মাছ জব্দ করা হয়।

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে