কামারখন্দে তরুনদের এক হাজার তালবীজ রোপন

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২০; সময়: ১:৫১ অপরাহ্ণ |
কামারখন্দে তরুনদের এক হাজার তালবীজ রোপন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : বজ্রপাত থেকে রক্ষায় সিরাজগঞ্জের কামারখন্দে সচেতন তরুণদের উদ্যোগে গ্রামীণ সড়কে তালবীজ রোপন করা হয়েছে। গত ২ অক্টোবর থেকে শুরু করে ২২ অক্টোবর পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কে ১ হাজার তালবীজ রোপন করে কর্ণসূতি গ্রামের স্বেচ্ছাসেবী তরুণরা।

বৃহস্পতিবার সকালে উপজেলার জামতৈল-বড়কুড়া আঞ্চলিক সড়কে তালবীজ রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচি সমাপ্ত করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গাজী আমিনুল ইসলাম, তালবীজ রোপন কর্মসূচির প্রধান সমন্বয়ক রাজীব বাবু, সহ স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

তখন উদ্যোক্তা রাজিব বাবু বলেন, নানা ধরনের বৃক্ষ রোপনে কামারখন্দকে ছায়া সুনিবির করতেই আমাদের এই প্রচেষ্টা। আর তালগাছ বজ্রপাত ঠেকাতে সহায়ক ভুমিকা পালন করায় আমরা এ গাছ রোপনের উদ্যোগ নিয়েছি। অন্যরাও এক্ষেত্রে আমাদের পাশে সহযোগীতা করবেন বলে আশাবাদ প্রকাশ করছি।

  • 84
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে