সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরে ৩য় দিনের মত চলছে নৌযান শ্রমিকদের ধর্মঘট

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২০; সময়: ১২:২৮ অপরাহ্ণ |
সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরে ৩য় দিনের মত চলছে নৌযান শ্রমিকদের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : নৌপথে চাঁদাবাজি বন্ধ, সুযোগ-সুবিধা বৃদ্ধি, নদী খনন, মাস্টার/ড্রাইভারশিপ পরীক্ষায় দুর্নীতি ও সনদ উত্তোলনে হয়রানি বন্ধ, দুর্ঘটনায় ১০ লাখ টাকা ক্ষতি পুরন সহ ১১ দফা দাবিতে বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা তৃতীয় দিনের মত ধর্মঘট সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর চলছে। এ ধর্মঘটের ফলে বৃহস্পতিবার সকাল থেকে পন্যবাহী জাহাজ থেকে কোন মালামাল উঠা-নামা করেনি।

বাঘাবাড়ি নৌ-বন্দর কর্তৃপক্ষ ও আন্দোলনকারীরা জানান, নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘটের জন্য কোন মালবাহী জাহাজ আসা-যাওয়া করেনি। বর্তমানে সার, ক্লিংকার, জ্বালানী তেল ও অন্যান্য মালামাল বাহী প্রায় শ খানেক জাহাজ বাঘাবাড়ি বন্দরে অবস্থান করলেও মাল আনলোড বন্ধ রয়েছে।

এ কারণে পদ্মা, মেঘনা, যমুনা ওয়েল কোম্পানীর জ্বালানী তেল বাহী জাহাজ থেকেও তেল আনলোড হচ্ছেনা। তবে বিশেষ ব্যবস্থাপনায় মজুদকৃত তেলের ডিপো হতে প্রায় ৩০ লাখ লিটার তেল বৃহস্পতিবার উত্তরবঙ্গের ১৬ জেলা সহ টাঙ্গাইল, জামালপুর ও ময়মনসিংহ জেলায় সরবরাহ অব্যাহত রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে ধর্মঘটের কারনে সার, ক্লিংকার ও কয়লাবাহী জাহাজ বন্দরে থাকালেও নৌযান শ্রমিকেরা মাল জাহাজ হতে নামাতে না দেয়ায় বন্দরের প্রায় ৭ শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে। এছাড়া উত্তরবঙ্গের ১৬ জেলায় এসব পন্য সরবরাহ না হওয়ায় কিছুটা সংকটের আশংকা করছে ব্যবসায়ীরা।

এ বিষয়ে আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহাব আলী মাস্টার জানিয়েছেন, আমাদের যৌক্তিক দাবী অবশ্যই সরকারকে মানতে হবে। শ্রমিকদের দাবী মেনে না নেয়া পর্যন্ত এ ধর্মঘটে অব্যাহত রাখবো আমরা।

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে