মূল্যবোধের অবক্ষয় রোধে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২০; সময়: ১১:০২ অপরাহ্ণ |
মূল্যবোধের অবক্ষয় রোধে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, পাবনা : মুজিব বর্ষ উপলক্ষ্যে পাবনার আটঘড়িয়ায় চিকনাই নদীতে শুরু হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। অংশ নিয়েছে বিভিন্ন জেলার ৩২টি দল। নৌকাবাইচ দেখতে দূরদুরান্ত থেকে ছুটে আসছেন দর্শকরা।

যুবসমাজের মূল্যবোধের অবক্ষয় রোধে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন রাখতে পারে কার্যকরী ভূমিকা, মত বিশিষ্টজনদের। ঢাক ঢোলের বাজনায়, গানের তালে তালে চলছে নৌকা। বিভিন্ন বাইচ দলের মাল্লারা ধুয়া তুলছেন, তাতে উৎসাহ দিচ্ছেন হাজারো দর্শক। চিকনাই নদীতে এই প্রতিযোগিতা চলছে ১৫ বছর ধরে।

করোনায় এ বছর নৌকাবাইচ আয়োজনের ইচ্ছা ছিলো না আয়োজকদের। তবে নাছোড়বান্দা গ্রামবাসীদের চাপে এ আয়োজন। অসংখ্য দর্শনার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতেই আয়োজনের সার্থকতা জানালেন আয়োজকরা। পক্ষকালব্যাপী এ নৌকাবাইচ আয়োজন শেষ হবে ৫ই নভেম্বর।

 

 

 

  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে