পরিত্যাক্ত টয়লেট থেকে ৬ বছরের কন্যা শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২০; সময়: ১০:৩৯ অপরাহ্ণ |
পরিত্যাক্ত টয়লেট থেকে ৬ বছরের কন্যা শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় একটি পরিত্যাক্ত টয়লেটের মধ্যে থেকে ৬ বছরের কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হতভ্যাগ্য শিশুটির নাম সানজিদা খাতুন। সদর উপজেলার হরিনারায়ণপুর কাচারি মাঠ এলাকা এ ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যার পর তার মরদেহ টয়লেটের মেঝেতে তার মৃতদেহ মেলে। এর আগে দুপুরে সে নিখোঁজ হয়।

এলাকাবাসী ও পুলিশ সুত্র জানায়, সানজিদা দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় বিকেলে হরিনারায়ণপুর বাজারে মাইকিং করে বাবা সোহাগ হোসেন। এরপরও তার হসিদ না পাওয়ায় খোঁজ চলতে থাকে। সন্ধ্যার পর এলাকার কয়েক বাসিন্দা কাচারি মাঠের পাশে একটি পরিত্যাক্ত টয়লেটে একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে।

পরে সানজিদার পরিবারের লোকজন এসে তার মরদেহ শনাক্ত করে। তার হাত-পা মোড়ানো অবস্থায় পাওয়া গেছে। মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনা ঘটনাস্থলে আসে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ। তারা লাশ উদ্ধারে পাশাপাশি সুরতহাল করে। মরদেহ দেখতে প্রচুর মানুষ ভীড় করে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুর রহমান আতিক বলেন, পরিত্যাক্ত একটি টয়লেট থেকে সানজিদা নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে মরদেহ। ময়না তদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে কি ভাবে হত্যা করা হয়েছে। প্রাথমিক ভাবে বিষয়টি হত্যা বলে মনে হচ্ছে।

  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে