হোটেলে অসামাজিক কার্যকলাপে ৪ নারীসহ খদ্দের আটক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২০; সময়: ১০:৩৫ অপরাহ্ণ |
হোটেলে অসামাজিক কার্যকলাপে ৪ নারীসহ খদ্দের আটক

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে দুইটি আবাসিক হোটেলে অসামাজিক কাজে জড়িত থাকার দায়ে ৪ নারীসহ ৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় মুন আবাসিক হোটেল সিলগালা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক এ অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নওগাঁর পার-নওগাঁ এলাকার হেলাল ভূইয়ার ছেলে আরিফ হোসেন (২৫), সান্তাহার হাটখোলা এলাকার রনি হাসান (৩১) ও কুমিল্লার মান্ধাগ্রামের শামছুজ্জামানের ছেলে আজাদ হোসেন (২৮)। গাজীপুরের বিন্টপাড়ার গোফরানের মেয়ে নিলা আক্তার (২৫), যশোহরের জিগরগাছা উপজেলার শফিরের মেয়ে রিমা আক্তার (২২), রংপুরের পীরগাছা উপজেলার তছলিম উদ্দিনের মেয়ে তানিয়া আক্তার (২১), বগুড়া সদরের বাদুরতলা এলাকার মেয়ে ইয়াছমিন আক্তার (২০)।

পুলিশ জানায়, রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালত আদমদীঘির সান্তাহারে মুন ও পলাশ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এর বিভিন্ন কক্ষে অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত থাকায় ওই ৭ জনকে আটক করা হয়।

এসময় চার নারীকে ৪ হাজার টাকা ও অপর তিনজনকে ১৫ হাজারসহ মোট ১৯ হাজার টাকা জরিমানা করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক।

 

  • 81
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে