নওগাঁয় স্বাধীনতা ভাষ্কর্যের এক হাত ভেঙ্গে ফেলায় গ্রেপ্তার ১

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২০; সময়: ৬:১৮ অপরাহ্ণ |
নওগাঁয় স্বাধীনতা ভাষ্কর্যের এক হাত ভেঙ্গে ফেলায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক : নওগাঁ শহরের প্রাণকেন্দ্র ব্রীজের মোড়ে অবস্থিত স্বাধীনতা ভাষ্কর্যের এক হাত ভেঙ্গে ফেলায় সুমন নামে এক ব্যক্তি আটক করেছে পুলিশ। আটককৃত সুমন রানীনগর উপজেলার চকাতি গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে বলে জানা গেছে। তিনি অনেক দিন যাব নওগাঁ সদর উপজেলার খাস নওগাঁ মফিজপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকালে সাড়ে ৪টায় নওগাঁ শহরের প্রাণকেন্দ্র ব্রীজের মোড়ে অবস্থিত স্বাধীনতা ভাষ্কর্যের হাতুড়ি দিয়ে ভাষ্কর্যের এক হাত ভেঙ্গে ফেলেন সুমন। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে সুমনকে আটক করে নওগাঁ সদর মডেল থানায় খরব দিলে পুলিশ ঘটনা স্থল থেকে সুমন আটক করে থানায় নিয়ে যায়।

উল্লেখ ২৬ আগষ্ট ১৯৯৬ সালে নওগাঁ শহরের প্রাণ কেন্দ্র ব্রীজের মোড়ে স্বাধীনতা ভাষ্কর্যের উদ্বোধন করে ছিলেন প্রয়াত নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিল। কিন্তুু এ স্বাধীনতা ভাষ্কর্য ভেঙ্গে ফেলে মুক্তিযোদ্ধের ও স্বাধীনতার চেতনা মুছে ফেলার জন্যই কে বা কারা এই কাজ করছে কাদের হাত রয়েছে তা সুষ্ঠু তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনীক ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছে স্থানীয় বিভিন্ন সংগঠন ও সুশিল সমাজ।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি সোহরাওয়াদী হোসেন জানান, স্বাধীনতা ভাষ্কর্যের এক হাত ভেঙ্গে ফেলেছে এমন খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠায়ে ঘটনা স্থল থেকে সুমন নামের এক ব্যক্তি আটক করা হয়। এবং ভাষ্কর্য ভেঙ্গে ফেলার পিছনে কাদের হাত রয়েছে তা সুষ্ঠু তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে সুমনের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু হয়েছে।

 

  • 52
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে