সুজানগরে ইলিশ শিকার করায় ৬ জেলে আটক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২০; সময়: ৩:১৫ অপরাহ্ণ |
সুজানগরে ইলিশ শিকার করায় ৬ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : সুজানগর উপজেলার পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে শনিবার উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ৪ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি মা ইলিশ জব্দ করা সহ ৬ জেলেকে আটক করেছে।

পদ্মা নদীর সাতবাড়িয়া ,মানিকহাট ও নাজিরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার(সুজানগর সার্কেল) ফরহাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের মধ্যে একজনকে দুইহাজার টাকা ও অপরজনকে একহাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী। এছাড়া আটককৃত অপর ৪ জনের বিরুদ্ধে সুজানগর থানায় মৎস্য আইনে মামলা দায়ের করা হয়। শেষে জব্দকৃত ইলিশ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করাসহ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাইফুল ইসলাম।

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে