সুজানগরের জেলেদের মাঝে খাদ্যশস্য বিতরণ

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২০; সময়: ৩:০৬ অপরাহ্ণ |
সুজানগরের জেলেদের মাঝে খাদ্যশস্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ আহরণে বিরত থাকা পৌরসভার দুঃস্থ ও প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সরকারের পক্ষ থেকে বিনামুল্যে খাদ্যশস্য হিসাবে (ভিজিএফ) এর চাল বিতরণ করা হয়েছে।

রবিবার পৌরসভার অন্তর্গত ১৪০ জন জেলের প্রত্যেকের মাঝে ২০ কেজি করে এ চাল বিতরণ করেন মেয়র আব্দুল ওহাব। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব)সাইফুল ইসলাম, পৌর সচিব গোলাম নবী, পৌর কাউন্সিলর হাবিবুল্লাহ, মনসুর আলী মন্টু, সাহেবুল ইসলাম,আবুল কালাম আজাদ,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর আমিরুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব)সাইফুল ইসলাম,জানান এবারে পৌরসভা সহ সুজানগর উপজেলার পদ্মা নদী তীরবর্তী ভাঁয়না,মানিকহাট,সাতবাড়িয়া,নাজিরগঞ্জ ও সাগরকান্দি ইউনিয়নের সর্বমোট ১২৫০ জন জেলের মধ্যে পর্যায়ক্রমে এ খাদ্যশস্য বিতরণ করা হবে।

  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে