নন্দীগ্রামে অসামাজিক কাজে লিপ্ত দুইজনসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২০; সময়: ১:৫২ অপরাহ্ণ |
নন্দীগ্রামে অসামাজিক কাজে লিপ্ত দুইজনসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে অসামাজিক কাজে লিপ্ত ২জনসহ ৪ জনকে গ্রেপ্তার পুলিশ। জানা গেছে, থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের নির্দেশনায় এসআই সুবোধ চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে ১৭ই অক্টোবর দিবাগত রাতে উপজেলার সিংজানি গ্রামের আবু মুছার ছেলে বাচ্চু মিয়া (৬৫) কে ৬০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ওই রাতে এসআই মখলেছুর রহমান ও এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্টমুলে উপজেলার সিংজানি গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুল হাকিম (৪০) কে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে।

এসআই চাঁন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অপরাধে গুন্দইল গ্রাম থেকে ধুনট উপজেলার জিনজিতলা গ্রামের শাহজাহান আলীর ছেলে মেহের আলী (৪০) ও উপজেলার বিজরুল গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী মরিয়ম খাতুন (৩০) কে গ্রেপ্তার করে।

এ বিষয়ে এসআই আব্দুর রহিম জানিয়েছে, রবিবার (১৮ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে