ধামইরহাটে বিট পুলিশের উদ্যোগে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী র‌্যালী

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২০; সময়: ২:০৬ অপরাহ্ণ |
ধামইরহাটে বিট পুলিশের উদ্যোগে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী র‌্যালী

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট : নিরাপদ নারী-নিরাপদ দেশ, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ, এই প্রতিপাদ্যে নওগাঁর ধামইরহাটে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী র‌্যালী-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৭ অক্টোবর ধামইরহাট থানার বিট পুলিশিং এর উদ্যোগে বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ, শিক্ষক-শিক্ষার্থী, মৌলভীদের নিয়ে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌর বিট কার্যালয়ে সমাবেশে মিলিত হয়।

ধামইরহাট থানার ওসি আবদুল মমিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলদার হোসেন।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, বীর মুক্তিযোদ্ধা অফির উদ্দিন, উপজেলা প্রেস ক্লাব সম্পাদক মেহেদী হাসান, ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, উলামা পরিষদ নেতা মাওলানা মুশেদুল আলম মর্তুজা, পৌর বিট পুলিশ অফিসার এস.আই মহসীন আলী প্রমুখ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে