পত্নীতলায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২০; সময়: ১:৫৭ অপরাহ্ণ |
পত্নীতলায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : ‘নিরাপদ নারী নিরাপদ দেশ সুখী সমৃদ্ধি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় বিট পুলিশিং নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১০টায় নজিপুর বাসষ্ট্যান্ড গোলচত্ত্বরে নজিপুর পৌর বিট নং-১ পত্নীতলায় এর আয়োজনে এ সমাবেশে বক্তব্য রাখেন,পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী, নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্না ঝর্ণা, যুব মহিলালীগের যগ্ন আহবায়ক সুমি আক্তার, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার রায়হান ইসলাম, এসআই জিল্লুর রহমান, নজরুল ইসলাম, রবিউল ইসলাম, শফিকুল ইসলাম, গ্রাম পুলিশ সদস্যবৃন্দ প্রমূখ।

সমাবেশে বক্তারা সাড়া দেশে ধর্ষণ, নারী নির্যাতন ও নীপিড়নে প্রতিবাদে জোড়ালো বক্তব্য রাখেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে