মান্দায় বাল্যবিয়ের অভিযোগে বর-কনের বাবার জরিমানা

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২০; সময়: ৮:২৮ অপরাহ্ণ |
মান্দায় বাল্যবিয়ের অভিযোগে বর-কনের বাবার জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বাল্যবিয়ে দেয়ার অপরাধে বর ও কনের বাবার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটকের পর এ জরিমানা আদায় করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের গোয়ালমান্দা গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আঁখি আক্তারের (১৪) সঙ্গে কুসুম্বা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মনোয়ারুল ইসলামের বিয়ে দেয়া হয়। এটি বাল্যবিয়ে হওয়ায় উপজেলা প্রশাসনকে তা অবহিত করেন স্থানীয়রা।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আব্দুল হালিম বলেন, বাল্যবিয়ে সংঘঠিত করা হয়েছে এমন সংবাদে বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এ অপরাধে কনের বাবা আমজাদ হোসেনের ১৫ হাজার ও বরের বাবার ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইউএনও আরও বলেন, বাল্যবিয়ে দন্ডনীয় অপরাধ। আগামিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে