শিবগঞ্জে কারেন্ট জাল ধ্বংস

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২০; সময়: ৮:২৫ অপরাহ্ণ |
শিবগঞ্জে কারেন্ট জাল ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫’শ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি ঘাটে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাকিব আল-রাব্বি।

তিনি জানান, পদ্মা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ শিকার করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫’শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করছি।

উপজেলার বোগলাউড়ি ঘাট, মনাকষা মাছ বাজার ও সাহাপাড়া মাছ বাজারে তিনটি পৃথক পৃথক অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে বাজারে কোন ইলিশ মাছ পাওয়া যায়নি। অবৈধ জাল বিক্রি বন্ধ ও প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বজলার রশিদ সনুসহ অন্যরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে