শিবগঞ্জে মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণে যাছাই-বাছাই

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২০; সময়: ৮:১৯ অপরাহ্ণ |
শিবগঞ্জে মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণে যাছাই-বাছাই

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভূমিহীন অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণের লক্ষ্যে যাচাই-বাছাই কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল-রাব্বি। বৃহস্পতিবার সকালে পাঁকা ইউনিয়নে সরেজমিনে কার্যক্রমে যান তিনি।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ৫৮ থেকে ৬০ জন ভূমিহীন অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ করে দেয়া হবে। এরই অংশ হিসেবে যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, জেলা সাবেক সাংগঠনিক কমান্ডারসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে