ট্রেনে ইঞ্জিনে ফেনসিডিল বহন যুবক গ্রেপ্তার, ট্রেন চালক পলাতক!

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২০; সময়: ১০:২৭ অপরাহ্ণ |
ট্রেনে ইঞ্জিনে ফেনসিডিল বহন যুবক গ্রেপ্তার, ট্রেন চালক পলাতক!

আহসান হাবীব মির্জা, আদমদীঘি : ট্রেনের ইঞ্জিনে সহকারী ট্রেন চালকের সহায়তায় মাদক বহনের সময় ফরহাদ হোসেন (২৬) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। তবে ওই যুবক গ্রেপ্তার হওয়ায় কৌশলে পালিয়ে যায় ট্রেনের সহকারী চালক মনিরুজ্জামান। এঘটনায় বুধবার দুপুরে সান্তাহার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত ফরহাদ দিনাজপুর বিরামপুরের চকপাড়াগ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ জানায়, নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে মঙ্গলবার রাতে সহকারী ট্রেন চালক মনিরুজ্জামানের সাথে যোগসাজশ করে মাদক বহন করছিল ফরহাদ। ট্রেনটি জয়পুরহাট স্টেশনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ ট্রেনটির ইঞ্জিনের কাছে পৌঁছালে মাদক ব্যবসায়ী ওই যুবক উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যার্থ হয়।

অত:পর ওই যুবককে গ্রেপ্তার করলে ট্রেনের সহকারি চালক মনিরুজ্জামান কৌশলে পালিয়ে যায়। এসময় ট্রেনের ইঞ্জিনে বিশেষ কায়দায় রাখা একটি প্লাষ্টিক বস্তায় রাখা ১০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত আইনসৃঙ্খলাবাহীনির সদস্যরা ট্রেনের সহকারী চালককে আটক করতে পারেন নি।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলী জানান, গ্রেপ্তারকৃত যুবক ফরহাদকে বুধবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • 80
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে