পদ্মায় ইলিশ ধরার কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২০; সময়: ১০:২১ অপরাহ্ণ |
পদ্মায় ইলিশ ধরার কারেন্ট জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনে সুজানগর উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে আনুমানিক ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন, পুলিশ ও মৎস্য অফিসের কর্মকর্তারা।

সুজানগর উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা যায়, প্রতি বছরের মত এবছরও ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ এর আওতায় ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুদ নিষিদ্ধ করা হয়েছে।

এই অভিযানে অংশ হিসাবে বুধবার সুজানগর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

এ সময় পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত ৫ হাজার মিটার কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে